বাংলা৭১নিউজ,(শেরপুর)প্রতিনিধি: শেরপুরর ঝিনাইগাতী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহতের নাম নুসাইবা (৮)।
বুধবার সকাল ৯টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের মাটিয়াপাড়া গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুসাইবা মাটিয়াপাড়া ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ও একই গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।
ঝিনাইগাতী থানার ওসি আবুবকর সিদ্দিক জানান, সকাল ৯টার দিকে ব্র্যাক স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ওই ছাত্রীকে দ্রুতগামী একটি অটোরিকশা চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।