বাংলা৭১নিউজ, শাহরিয়ার শাকির, শেরপুর প্রতিনিধি: ‘আমরা আছি তোমাদের সাথে’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরের নালিতাবাড়ীতে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলার মধুটিলা ইকোপার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুনাকের সভানেত্রী, আইজিপিপতœী হাবিবা জাবেদ। এসময় হাবিবা জাবেদ বলেন, গরীব অসহায় মানুষের মাঝে কাপড়, শীতবস্ত্র বিতরণ, পথশিশুদের উন্নয়নে কাজ করা, পুলিশের সন্তানদের প্রশিক্ষনসহ নানা কণ্যাণমূলক কাজ করাই হচ্ছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর কাজ। আর এর মাধ্যমে জনগনের কাছে যেতে চাই।
জেলা পুনাকের সভানেত্রী, এসপিপতœী আলেয়া ফেরদৌসীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুনাক নেত্রী জুবাইদা বিনতে জাফর, প্রণীতা সরকার, নাসিমা আমিন, ফারহানা কবির, তৌহিদা ইসলাম, কানিজ ফাতেমা, রূপা আহমেদ এবং ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় প্রায় ৫শ হতদরিদ্র নারী-পুরুষ ও শিশুর মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস