বাংলা৭১নিউজ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীর হাতিবান্ধায় একটি ঝোপ থেকে আজ সকালে জমিলা বেগম নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানাযায়, ঝিনাইগাতীর হাতিবান্ধায় মৃত আমজাদ হোসেনের স্ত্রী জমিলা বেগম গতরাতে তার নিজ ঘরে শুয়ে পড়ে। আজ সকালে নিজ বাড়ীর পাশ্বেই একটি ঝোপে তার গলাকাটা লাশ পাওয়া যায়।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। এদিকে পুলিশ জানায়, মৃত আমজাদ হোসেনের স্ত্রী জমিলা বেগম আর তার পরিবারের সদস্যদের সাথে প্রতিবেশী একটি পরিবারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার কারনেই জমিলা বেগম খুন হতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। প্রকৃত খুনীদের খুজে বের করার জন্য তদন্ত শুরু করে দিয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস