বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচারের আশা আসিফ নজরুলের ছাত্রীদের আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’ মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল ৩ কোটি টাকা মূল্যের শো-রুমের গাড়ি নিয়ে লাপাত্তা : গ্রেপ্তার ৫ দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে গলাকেটে হত্যা ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাতিলের প্রস্তাব ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তাবলিগ জামাতের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ

শেরপুরে পৃথক দুই হত্যা মামলায় ১ জনের ফাঁসি ও ১ জনের যাবজ্জীবন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৩১ জুলাই, ২০১৭
  • ৮৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মো: মেরাজ উদ্দিন, শেরপুর প্রতিনিধি: শেরপুরে পৃথক দুটি হত্যা মামলার রায়ে এক জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুসলেহ উদ্দিন।
এরমধ্যে জেলার ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা গ্রামে আপন শ্যালিকা চানবালাকে হত্যার চাঞ্চল্যকর মামলায় ভগ্নিপতি রঞ্জিত চন্দ্র দাস (৪৭)কে মৃত্যুদ- এবং জমি সংক্রান্ত বিরোধে সদর উপজেলার নিজাম উদ্দিন হত্যা মালার রায়ে আবেদ আলী নামে একজনকে মৃত্যুদন্ড প্রদান করা হয়। ৩১ জুলাই সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ পৃথক দুটি রায় প্রদান করা হয়।
অতিরিক্ত পিপি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু জানান, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধোপাগোছনা গ্রামের মৃত কেশব চন্দ্র দাসের পুত্র রঞ্জিত চন্দ্র দাস বিয়ের পর থেকে টানা ৪ বছর যাবত ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা গ্রামস্থ শ্বশুর মনেন্দ্র দাসের বাড়িতে বসবাস করছিল। ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি বিকেলে ল্যাট্রিন ব্যবহার নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে রঞ্জিত উত্তেজিত হয়ে একই বাড়িতে বসবাসকারী শ্যালিকা চানবালা রানী দাস (২৮) কে দা দিয়ে উপুর্যপরিভাবে কোপাতে থাকে। ওই অবস্থায় বড়বোন সুমতি রানী দাস (৪৫) এগিয়ে গিয়ে চানবালাকে রক্ষার চেষ্টা করলে রঞ্জিত তাকেও কুপিয়ে রক্তাক্ত করে। গুরুতর অবস্থায় দু’জনকেই জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে সন্ধ্যায় চানবালা মারা যায়। অন্যদিকে ঘটনার পরপরই এলাকাবাসী রঞ্জিতকে আটক করে পুলিশে তুলে দেয়। ওই ঘটনায় একইদিন চানবালার বাবা মনেন্দ্র দাস বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরদিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রঞ্জিত। একই বছরের ২ মে রঞ্জিতের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম তালুকদার। বিচারিক পর্যায়ে বাদী, অপর জখমী, ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকসহ ৭ জন সাক্ষীর জবানবন্দি-জেরা গ্রহণ করা হয়। এ মামলায় স্টেট ডিফেন্স হিসেবে আসামী পক্ষে পরিচালনা করেন এডভোকেট শক্তিপদ পাল। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন, রাষ্ট্র পক্ষের আইনজীবি পিপি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু।
অপরদিকে জমি সংক্রান্ত বিরোধে শেরপুর সদর উপজেলার পাঞ্জরভাঙ্গা গ্রামের নিজাম উদ্দিনকে প্রতিপক্ষ আবেদ আলীরা বিগত ২০০৯ সালের ১২ জানুয়ারী দেশী অস্ত্র দ্বারা কুপিয়ে আহাত করে। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আবেদ আলীসহ মোট ৮জনকে আসামী করে মামলা করা হয়। পুলিশ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দিলে ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ গ্রহণ করে আবেদ আলীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। দোষ প্রমানিত না হওয়ায় বাকী ৭ আসামীকে খালাস প্রদান করে আদালত।
এ রায়ে বাদী পক্ষ অসন্তোষ প্রকাশ করেছে বলে জানান রাষ্ট্র পক্ষের আইনজীবি পিপি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com