বাংলা৭১নিউজ, শাহরিয়ার শাকির, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার তিনটি আসনে ২২ প্রার্থি মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রতি আসনে আ’লীগ এবং অন্যান্য দলের একজন করে প্রার্থি থাকলেও প্রতিটি আসনেই বিএনপির একাধিক প্রার্থি মনোনয়নপত্র দাখিল করেছেন। শেরপুর-১ (সদর) আসনে ৯ জন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ৫ জন এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী ) আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামলীগের ৩জন, বিএনপির ৮জন, জাতীয় পার্টির ২জনসহ মোট ২২জন প্রার্থী রয়েছেন বলে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ২৮ নবেম্বর বুধবার রাত ৭টায় প্রেসব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়। এসময় সাংবাদিকদের ব্রিফ করেন স্থানীয় সরকার উপ-পরিচালক এ.টি.এম জিয়াউল ইসলাম।
শেরপুর-১ (সদর) আসনে ৯ জন প্রার্থি মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন-জেলা আ’লীগ সভাপতি হুইপ মো. আতিউর রহমান আতিক (আ’লীগ), জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মো. ইলিয়াছ উদ্দিন (জাতীয় পার্টি-এরশাদ), মো. জহির রায়হান (কৃষক-শ্রমিক-জনতা পার্টি), অ্যাডভোকেট মো. মতিউর রহমান (ইসলামি আন্দোলন বাংলাদেশ), মো. আফিল উদ্দিন (সিপিবি) এবং জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হযরত আলী (বিএনপি) ও তার মেয়ে সানসিলা জেবরিন (বিএনপি), বিএনপি নেতা ফজলুল কাদের (বিএনপি), মো. শফিকুল ইসলাম মাসুদ (বিএনপি)।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ৫ জন প্রার্থি মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন-আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী (আ’লীগ), নুরুল ইসলাম (ইসলামি আন্দোলন বাংলাদেশ), এবং বিএনপি’র তিন প্রার্থি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী (বিএনপি), নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মুখলেছুর রহমান রিপন (বিএনপি) ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যরিস্টার এম. হায়দার আলী (বিএনপি)।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ৮ জন প্রার্থি মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন-সাবেক এমপি প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন (আ’লীগ), জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল (বিএনপি), মেজর (অব.) মাহমুদুল হাসান (বিএনপি/স্বতন্ত্র), আবু নাসের বাদল (জাতীয় পার্টি-এরশাদ), সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুস ছাত্তার (ইসলামি আন্দোলন বাংলাদেশ), আবুবকর সিদ্দিক (পিডিপি), সরোয়ার বাহাদুর লাল (স্বতন্ত্র) ও মো. ইন্তাজ আলী বিএসসি (স্বতন্ত্র)।
বাংলা৭১নিউজ/জেএস