বাংলা৭১নিউজ, শেরপুর প্রতিনিধি: শেরপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির ২ নং বার ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ এম.এ নূর।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গনি, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, বার কাউন্সিলের নবনির্বাচিত সদস্য এডভোকেট কবির উদ্দিন ভুইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী ও ভারপ্রাপ্ত মেয়র আতিউর রহমান মিতুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব। এতে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মোঃ হযরত আলী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাস, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন, ল্যা- সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কামরুল হাসান খান, যুগ্ম জেলা জজ-১ হারুন অর রশিদ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ শহীদুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার. নাহিদ সুলতানা ও বেগম মোমিনুনেন্নছা খানম, সহকারী জজ রফিকুল বারী, শারমিন সুলতানা সুমী ও বেগম মোসাঃ সানিয়া আক্তার, জেলা জজ আদালতে জিপি এডভোকেট আবুল কাশেম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম ও এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীসহ বারের বর্তমান-সাবেক কর্মকর্তা-সদস্যগণ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস