বাংলা৭১নিউজ, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা বিএনপি’র আয়োজনে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব হযরত আলীর বাসভবনে বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, শহর বিএনপি’র সভাপতি এড. আব্দুল মান্নান, বিএনপি নেতা এড. শাহীন হাসান খান, মামুনুর রশিদ পলাশ, যুবদলের যুগ্ম আহবায়ক ছাত্রদলের সাবেক সভাপতি আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনপি’র সদস্য সচীব আব্দুল লতিফ, যুগ্ম আহবায়ক এমদাদুল হক মাষ্টার, সামছুজ্জামান রিপন, সুলতান আহম্মেদ ময়না, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোজাউল করিম রুমি, থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম শিপন, পাকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল কাদের লুটু, বিএনপি নেতা সাইফুল ইসলাম মানিক, হাসানুল রেজা জিয়া, ফরহাদ আলী, আবু জাফর প্রমূখ।
এ সময় বক্তাগণ রমজানের পরে দলকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে রাজপথে ঝাপিয়ে পড়ার জন্য উপস্থিত নেতাকর্মীদের আহবান জানান। সভার সভাপতি হযরত আলী দেশনেত্রী, কারাবরণকারী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সামনের দিনগুলোতে দলের সকল নেতা-কর্মীদের সক্রিয়ভাবে রাজপথে ঝাপিয়ে পড়ার আহবান জানান।
বাংলা৭১নিউজ/জেএস