বাংলা৭১নিউজ, শাহরিয়ার শাকির, শেরপুর প্রতিনিধি: ভারতীয় সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতীতে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। পহেলা মে মঙ্গলবার সকালে উত্তর গান্ধিগাঁও গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বন বিভাগের কর্মকর্তা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে এলাকাবাসী গারো পাহাড়ের রাংটিয়া-গজনী সড়কের আনুমানিক ২০গজ দক্ষিণে উত্তর গান্ধিগাঁও নামক এলাকার খোলা মাঠে একটি পুরুষ বন্যহাতিকে মৃত অবস্থায় পরে থাকতে দেখেন। পরে খবর পেয়ে গজনী ফরেস্ট বিটের কর্মকর্তারা এসে হাতিটির মরদেহ উদ্ধার করেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দীপক কুমার সরকারের তত্ত্বাবধানে ময়না তদন্তের পর দুপুরে হাতিটির মরদেহ মাটিচাপা দেওয়া হবে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ হাতির মরদেহ উদ্ধার করা সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস