৩০ নভেম্বর নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। গতকাল সোমবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
৩০ নভেম্বর নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। গতকাল সোমবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
নির্বাচন কবে হবে তা জানাতে অস্বীকৃতি জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার প্রক্রিয়া ও এর ফলাফলের উপর নির্ভর করবে নির্বাচনের সময়।
আগামী নির্বাচনে অংশ নিবেন কিনা এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন— না, আমি রাজনীতিবিদ নই, আমি সবসময় রাজনীতি থেকে দূরে থেকেছি। তিনি বলেন, যারা নীতিতে অটল, আইন-কানুন মেনে চলেন এবং দুর্নীতিমুক্ত তাদেরই নির্বাচনে দাঁড়ানো উচিত।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর আগে বিক্ষোভে নিহত হন শত শত বিক্ষোভকারী।
বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে ভারতের উদ্বেগের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, যা বলা হচ্ছে তার বেশিরভাগই গুজব। এর পেছনে কোনো ভিত্তি নেই।