সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তিনি (শেখ হাসিনা) দেশে থাকতে চেয়েছিলেন। মোটেও দেশ ছেড়ে যেতে চাননি। কিন্তু আমরা জোর করেছিলাম। এটি তার জন্য নিরাপদ নয়। আমরা প্রথমত তার শারীরিক নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলাম- তাই আমরা তাকে চলে যেতে রাজি করাই।
সোমবার দিবাগত রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে টেলিফোন দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব বলেন।
আপনি জানেন, আপনার মা এখন নয়া দিল্লিতে। আপনি তার সঙ্গে কথা বলতে পেরেছেন কিংবা আসলে পরিস্থিতিটা এখন কেমন? এমন প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি ভালো আছেন। কিন্তু তিনি খুবই হতাশ। এটা তার জন্য খুবই হতাশাজনক। কারণ বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা স্বপ্ন ছিল তার। তিনি গত ১৫ বছর ধরে এ জন্য কঠোর পরিশ্রম করেছেন। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে তিনি কাজ করেছেন। এত কিছুর পরও এই কিছু লোক, বিরোধী দল ও জঙ্গিরা এখন ক্ষমতা দখল করেছে।
যে পরিস্থিতিতে তিনি দেশ ছেড়ে গেছেন, এরপর দেশে বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর করা হয়েছে। এমনকি বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্যও ভাঙা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি হতাশার, ক্ষোভের। আমার নানা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) দেশ স্বাধীন করেছিলেন এবং তারা তাকে এবং আমার পুরো পরিবারকে হত্যা করেছিল। এখন সেই একই শক্তি, এই সংখ্যালঘু- যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা এই সুযোগটি ব্যবহার করছে স্বাধীনতার জন্য আমাদের কঠোর সংগ্রামকে অস্বীকার এবং ধ্বংস করার জন্য। এটা খুবই হতাশাজনক যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ অংশ চুপ করে আছে।
আগামীকাল (গত সোমবার) সকালে কারফিউ শেষ হচ্ছে এবং স্কুল-কলেজ খুলে দেওয়া হচ্ছে। আপনি কি মনে করেন, সব স্বাভাবিক হতে যাচ্ছে? সজীব ওয়াজেদ জয় বলেন, আমার সন্দেহ আছে যে, সেনাবাহিনী এত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে পারবে। কারণ এই মুহূর্তে যা ঘটছে, তা বিরোধী এবং জঙ্গিরা করছে। তারা শুধু ভাঙচুরই করছে না, তারা আমাদের নেতা, সাবেক মন্ত্রী এবং এমনকি সংখ্যালঘুদেরও খুঁজে বেড়াচ্ছে। তাই অপ্রত্যাশিতভাবে আমি মনে করি না যে, সহিংসতা শেষ হয়েছে।
তাহলে আপনার মায়ের পদত্যাগের পরও সহিংসতা থামছে না, এটাই কি আপনার পরিবারের মন্তব্য এমন প্রশ্নের জবাবে জয় বলেন, না, এটা আমার ব্যক্তিগত মত।
এখন আপনার পরিবার কী আশা করছে এ বিষয়ে জানতে চাইলে সজীব ওয়াজেদ জয় বলেন, আমরা আশা করি বাংলাদেশে নির্বাচন হবে। কিন্তু এই সময়ে আমাদের দলের নেতাদের যেভাবে টার্গেট করা হচ্ছে- আমি বুঝতে পারছি না কীভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। একভাবে বলতে গেলে, এটা এখন আর আমার পরিবারের দায়িত্ব নয়। আমরা দেখিয়েছি যে, বাংলাদেশের কতটা উন্নয়ন করতে পারি। বাংলাদেশের জনগণ যদি এর পক্ষে দাঁড়াতে না চায় এবং তারা এই সহিংস সংখ্যালঘুদের ক্ষমতা দখলে সম্মতি দেয়, তাহলে জনগণ তাদের প্রাপ্য নেতৃত্ব পাবে।
তার মা দেশের জন্য সেরাটা করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই। আওয়ামী লীগ এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় দল। বিএনপির আবার ক্ষমতায় আসার সুযোগ আছে এবং আমরা দেখেছি তারা শেষবার (ক্ষমতায়) কেমন ছিল। তারা দায়মুক্তি সহকারে দেশকে ধ্বংস করেছে।
বাংলা৭১নিউজ/সূত্র:এনডিটিভি