বাংলা৭১নিউজ, ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ। আজ রবিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি তুলে দেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই আসন থেকে মনোনয়ন নিয়েছেন। আসনগুলো হল গোপালগঞ্জ-৩ (টু্ঙ্গিপাড়া-কোটালিপাড়া) ও রংপুর-৬ ।
গত ৯ নভেম্বর থেকে মনোনয়ন পত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ওই দিন শেখ হাসিনার পক্ষে মনোনপত্র ক্রয় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে ওবায়দুল কাদের লড়বেন নোয়াখালী-৫ আসন থেকে।
বাংলা৭১নিউজ/একে