সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আরও একটি হত্যা মামলা হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চর কাঠগিরি গ্রামের রাশেদুল হক নামে এক গার্মেন্টস শ্রমিক হত্যার অভিযোগে তার ভাই আলমগীর বাদী হয়ে এ মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২২৮ জনের নামোলেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।
অপর আসামিদের মধ্যে রয়েছেনÑসাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শেখ হাসিনার সাবেক অর্থ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক এমপি আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ প্রমুখ।
এজাহারে বলা হয়েছে, ৫ আগস্ট দুপুর ১২টায় যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন রাশেদুল। তার মাথার বাম পাশ, পিঠ, মুখ ও থুতনির বাম পাশে গুলি লেগেছিল। যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহমেদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।