বাংলা৭১নিউজ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক আইজিপি আব্দুর রহিম খাঁন বলেছেন, ‘আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিচক্ষনতায় এগিয়েছে দেশ। অনেক ভালো সময় পার করেছি আমরা। সামনে কঠিন নির্বাচনী চ্যালেঞ্জ আসছে। তাই, আসুন আমরা সকল বিভেদ ভুলে আওয়ামী লীগকে নিয়ে ভাবি’।
শনিবার সকালে বাগেরহাটের শরণখোলা প্রেক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন । আব্দুর রহিম খান এসময় আরো বলেন, ‘আমি দীর্ঘদিন আপনাদের পাশে থেকে দলীয় কার্যক্রমে সহযোগীতা করছি ’। এখানকার প্রত্যেকটি মানুষের সুখে ও দু:খে আমি সব সময় পাশে থেকেছি, আছি এবং ভবিষ্যতেও থাকব।
জনগণের জন্য, মানুষের জন্য আমরা রাজনীতি করি, এটাই ছিল বঙ্গবন্ধুর ব্রত। আর তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা আজ বাংলাদেশের তৃতীয় বারের মত প্রধানমন্ত্রীর কার্যক্রম শেষ করবে চলতি ২০১৮ সালে। তিনি জনগণের জন্য রাজনীতি করেন। তিনি তার পিতার অসমাপ্ত কাজ সোনার বাংলা গড়ার জন্য কাজ করছেন। তিনি চান ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র। যে রাষ্ট্রে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই আমরা একসাথে বসবাস করবো। কারো মধ্যে থাকবে না কোন হানাহানি ও বিভেদ।
এ সময় প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারন সম্পাদক মহিদুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীসহ দলিয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস