বাংলা৭১নিউজ, ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বাধীনতার স্বপ্নঘুড়ি আমরা বাস্তবায়ন করেছি একাত্তরে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘আমরা পারি’ স্বপ্নঘুড়ির পথ ধরে এখন সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ছি আমরা। এইপথ অসাম্প্রদায়িক ও বৈষম্যহীনতার পথ।’
শনিবার পয়লা বৈশাখের বিকেলে রাজধানীর পূর্বাচলে হান্না কনভেনশন সেন্টার প্রাঙ্গণে বৈশাখী ঘুড়ি উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
বর্ষবরণ উৎসবকে বাঙালির প্রাণের উৎসব বলে বর্ণনা করে হাসানুল হক ইনু বলেন, ‘জাত-পাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক পয়লা বৈশাখ আমাদের সার্বজনীন আনন্দের রূপকার।’
আয়োজক সংস্থা ‘এস ক্রিয়েশন’র পরিচালক শাহরীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, ওবায়দুর রহমান চুন্নু ও নাঈমুল আহসান জুয়েল।সূত্র : বাসস।
বাংলা৭১নিউজ/জেএস