বাংলা৭১নিউজ, ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এজন্য বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার সাহস করেননি। যার বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া কথা ছিল, তিনি তা দেননি।
আজ শনিবার রাতে বিএনপির গুলশান রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেছেন খালেদা জিয়া।
খালেদা জিয়া আরও বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন। সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, একলা থাকবে এটাই তাদের নীতি।
এসময় তিনি ঘূর্ণিঝড় রোয়ানুতে নিহত পরিবারের পাশে থাকার কথা বলেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এতে সভাপতিত্ব করেন বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্যা নেতারা।
বাংলা৭১নিউজ/এমআর