রবিবার, ০৫ মে ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

শুরুতেই মুখোমুখি দুই জায়ান্ট

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ৫৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: ক্ষণ গণনার দিন শেষ। বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দা উঠছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের। আর উদ্বোধনী ম্যাচেই আজ (বৃহস্পতিবার) মুখোমুখি ক্রিকেটের দুই জায়ান্ট দল-ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা। ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

ওয়ানডে র‌্যাংকিংয়ে এক নাম্বার দল ইংল্যান্ড। তবে দক্ষিণ আফ্রিকাও খুব একটা পিছিয়ে নেই। র‌্যাংকিংয়ে তাদের অবস্থান তিন। বড় এই দুই দলের মধ্যে তাই কাউকেই জোর কদমে এগিয়ে রাখার উপায় নেই।

তবে ইংল্যান্ডকে চাইলে কেউ একটুখানি এগিয়ে রাখতে পারেন। শুধু ওয়ানডে র‌্যাংকিংয়ের এক নাম্বার দল বলেই নয়। খেলাটা হচ্ছে তাদের ঘরের মাঠে, যেটা ইংলিশদের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ।

তাছাড়া ইংল্যান্ডের এই দলটি সাম্প্রতিক সময়ে আছেও দুর্দান্ত ফর্মে। ভয়ডরহীন ক্রিকেটের কারণে এবারের বিশ্বকাপে টপ ফেবারিট ধরা হচ্ছে তাদের।

এবারের বিশ্বকাপে সবচেয়ে ভয়ংকর ব্যাটিং লাইন আপ এই ইংল্যান্ডেরই। ওপেনিং জুটির জেসন রয় আর জনি বেয়ারস্টোর স্ট্রাইকরেট ওয়ানডে ইতিহাসেরই সর্বোচ্চ (কমপক্ষে ১ হাজার রান করা ওপেনারদের মধ্যে)। বাকিরাও কম যান না। মিডল অর্ডারের ইয়ন মরগান আর জো রুট আছেন, দলের প্রয়োজনে ধরে খেলা কিংবা মারকুটে ব্যাটিং; দুটোতেই সিদ্ধহস্থ তারা। আর বিধ্বংসী জস বাটলারকে বর্তমান বিশ্বের ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যানই বলা হয়।

হাতের চোটের কারণে প্রথম প্রস্তুতি ম্যাচ মিস করলেও মরগান আজ প্রোটিয়াদের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন। এটা স্বাগতিকদের জন্য বড় স্বস্তির খবর। আর শেষ মুহূর্তে দলে অলরাউন্ডার জোফরা আর্চারের অন্তর্ভূক্তি ইংল্যান্ডের জন্য বড় প্লাস পয়েন্ট।

দক্ষিণ আফ্রিকাকে অবশ্য ইংল্যান্ডের মতো হট ফেবারিট ধরা হচ্ছে না। তবে বড় টুর্নামেন্টে বরাবরই উপরের দিকে থাকে তারা। প্রোটিয়াদের এবারের দলটি বেশ ভারসাম্যপূর্ণ। ইংল্যান্ডের বোলারদের দুমড়ে মুচড়ে দেয়ার জন্য ওপেনিংয়েই থাকছেন কুইন্টন ডি ককের মতো বিধ্বংসী ব্যাটসম্যান। তার সঙ্গে অভিজ্ঞ হাশিম আমলা আর অধিনায়ক ফাফ ডু প্লেসিসের চওড়া ব্যাট দলকে যে কোনো পরিস্থিতিতে উৎড়ে দেবার জন্য যথেষ্ট।

বোলিং নিয়ে কিছুুটা দুশ্চিন্তা আছে, চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না অভিজ্ঞ পেসার ডেল স্টেইন। তবে ২৪ বছর বয়সী কাগিসো রাবাদা আছেন, যিনি একাই ম্যাচ ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রাখেন। সঙ্গে ইমরান তাহিরের ঘূর্ণি জাদু ইংলিশ ব্যাটিং লাইনআপকে ভোগাতে পারে।

দুই জায়ান্টের এমন লড়াইয়ে শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার!

বাংলা৭১নিউজ/এমএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com