বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: শ্রীলংকা নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে। জাহাজগুলো হচ্ছে- সায়ুরা ও নন্দীমিত্র।
সোমবার সকালে জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরসংলগ্ন ড্রাইডক জেটিতে এসে পৌঁছায়। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল ঐতিহ্যবাহী রীতিতে তাদের স্বাগত জানায়।
চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আবদুস সামাদ জাহাজ দুটির অধিনায়কদের অভ্যর্থনা জানান।
সায়ুরা জাহাজের অধিনায়ক হিসেবে আছেন ক্যাপ্টেন নীলনথা হিওয়াভিথারান এবং নন্দীমিত্রে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন বুদ্ধিকা লিয়ানাগমেজ। দুই অধিনায়কের নেতৃত্বে জাহাজ দুটি যখন বাংলাদেশের জলসীমায় পৌঁছে, তখন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে- জাহাজ দুটিতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ ২৪৭ শ্রীলংকার নৌ সদস্য রয়েছেন। জাহাজ দুটির অধিনায়করা বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ ছাড়া বাংলাদেশ ও শ্রীলংকার নৌবাহিনীর প্রশিক্ষণার্থী ক্যাডেটদের অংশগ্রহণে প্রীতি বাস্কেটবল প্রতিযোগিতাও হবে।
চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আবদুস সামাদ এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও শ্রীলংকার নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
বাংলা৭১নিউজ/পিআর