বাংলা৭১নিউজ, মোঃ লিহাজ উদ্দীন মানিক বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে বোদায় এনটিআরসিএ কর্তৃক বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শুন্যপদে শিক্ষকের চাহিদা সঠিক ভাবে পুরণের জন্য একটি আবেদন পত্র প্রেরণ করা হয়েছে। জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার বরাবরে আবেদন পত্র প্রেরণ করেছেন ১ম-১২তম শিক্ষক নিবন্ধন সনদধারীরা।
গত ২৬/০৮/২০১৮ ইং তারিখে এনটিআরসিএ-কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে সারাদেশের উক্ত বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলমান শুন্যপদে যোগ্য শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে তথ্য হাললাগাদকরণে নোটিশ জারি করছেন যা আগামী ১৩/০৯/২০১৮ ইং তারিখের মধ্যে ই-রিকোজিশনের মাধ্যমে দেশের সকল বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান- প্রধানগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের শুন্যপদের শিক্ষকের চাহিদা পুরণ করতে বাধ্য।
কিন্তু বিগত সময়ে দেখা গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অসৎ উদ্দেশ্য হাসিলের নিমিন্তে তাদের প্রতিষ্ঠানে শুন্য পদে শিক্ষকের চাহিদা প্রদান করেননি। যা বে-সরকারি শিক্ষা নীতিমালা ও আইনের চরম লঙ্ঘন। চলতি সময়ের মধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ সঠিক ভাবে শুন্য পদের চাহিদা প্রদান করতে পারে সেই লক্ষে ১ম-১২তম শিক্ষক নিবন্ধন সনদধারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষে আশু পদক্ষেপ কামনা করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস