বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: আগামী মার্চে হতে পারে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। বুধবার (১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামে এক বৈঠক শেষে এই তথ্য জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সিইসি জানান, শুধু রোহিঙ্গা নয়, বাংলাদেশের ভোটার হয়েছেন এক চীনা নাগরিকও। এ জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। চট্টগ্রাম-আট আসনের উপ-নির্বাচন সুষ্ঠু হবে বলেও দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার।
১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন। সেই নির্বাচনের প্রস্তুতি জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
বৈঠকে উপনির্বাচন ছাড়াও আলোচনায় গুরুত্ব পায় চট্টগ্রাম সিটির নির্বাচন। পরে সিইসি সাংবাদিকদের জানান, জুলাইয়ের মধ্যে ভোট গ্রহণের বাধ্যবাধকতা থাকলেও রমজান এবং বর্ষাসহ নানা কারণে মার্চের মধ্যে নির্বাচন করার চিন্তাভাবনা করছে কমিশন।
বৈঠকে রোহিঙ্গাদের ভোটার হওয়া নিয়ে আরও কঠোর হতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি। পরে এক প্রশ্নের জবাবে, শুধু বেশ কয়েকজন রোহিঙ্গাই নয়, এক চীনা নাগরিকের ভোটার হওয়ার তথ্যও জানান সিইসি। তিনি জানান, এ প্রক্রিয়ায় কমিশনের কিছু আউটসোর্সিং কর্মকর্তা-কর্মচারী আর জনপ্রতিনিধি জড়িত। এদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
সিইসি বলেন, ‘একটা চাইনিজ নাগরিকের বিষয় আসছে, সে ভুল পরিচয় দিয়ে ভোটার হয়েছে। সেটা আমরা সনাক্ত করেছি। ইউনিয়ন পরিষদের সদস্যরা ভুল তথ্য দিয়েছে এমন তথ্য কোথাও কোথাও পাওয়া গেছে। রোহিঙ্গা হবার স্বত্তেও বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।’
ব্রিফিংকালে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন সুষ্ঠু হবে বলেও দাবি করেন সিইসি।
বাংলা৭১নিউজ/জেডএ