শুনতে অবিশ্বাস্য মনে হবে। কিন্তু বাস্তবে এমনটা করে দেখিয়েছেন এক বৃদ্ধা। ৫০ বছর ধরে তিনি পানীয় আর পানি ছাড়া কিছুই খাননি। ওই বৃদ্ধার নাম বুই তি লোই। তার বাড়ি ভিয়েতনামে। সম্প্রতি ৭৫ বছর বয়সি ওই নারী দাবি করেন, গত ৫০ বছরে তিনি খাবারের একটি দানাও মুখে দেননি। অথচ তার চেহারা দেখে তা বুঝে ওঠার উপায় নেই। কোনো খাবার খাওয়া ছাড়া কীভাবে তিনি দীর্ঘদিন বেঁচে আছেন, সেটা ভেবে উত্তর পাচ্ছেন না নেটিজেনরা।
বৃদ্ধা জানিয়েছেন, ১৯৬৩ সালে যুদ্ধের সময় তিনি অন্য নারীদের সঙ্গে সৈন্যদের চিকিৎসার জন্য পাহাড়ে ওঠেন। সে সময় বজ্রপাত শুরু হয়। আর সেই কারণেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। এরপর অনেকদিন বৃষ্টিপাতের কারণে পাহাড়ের উপরেই আটকে থাকতে হয়। পরে জ্ঞান ফিরলেও সেই অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি।
জ্ঞান ফেরার পর থেকে শক্ত কিছু খেতে পারতেন না। ওই পরিস্থিতে তার সঙ্গীরা তাকে মিষ্টি পানীয় খাওয়াতে শুরু করেন।
কয়েক দিন পরে বুই ধীরে ধীরে ফল খেতে শুরু করেন। কিন্তু খাবার খাওয়ার পর তার সমস্যা হচ্ছিল। পানীয় ছাড়া অন্য কোনো খাবারের গন্ধ পেলেই বমি আসত তার। এরপর থেকে পানীয় খেয়েই বেঁচে আছেন তিনি। ১৯৭০ সাল থেকে তিনি শক্ত খাবার খাওয়া পুরোপুরি ছেড়ে দেন।
তথ্যসূত্র: ফ্রি প্রেস জার্নাল
বাংলা৭১নিউজ/এসএইচ