বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি সান্তাহার ও এর আশপাশ এলাকায় আবারোও জেকেঁ বসেছে শীত। হারকাপানো তীব্রশীতে দেখা দিয়েছে জনদুর্ভোগ। শনিবার রাতে শীতজনীত রোগে এসবএলাকায় ৩জনের মৃত্যুর খবর পাওয়া গাছে। গত কয়েক দিনে হারকাপানো শীতে শিশু ,নারী,পুরুষসহ বিভিন্ন বয়সের শত শত ব্যাক্তি শীতজনিত রোগে আক্রান্ত হয়েছে। এসব আক্রান্ত রোগীরা স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও চিকিৎসালয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানাগাছে।
হটৎ করে গত কয়েকদিনের দুর্যোগপৃর্ণ আবহাওয়ায় এবং ঘন কুয়াশা এসব এলাকায় জেকে বসেছে শীত। গত তিন চার দিন যাবৎ সকাল থেকে দুপুর পর্যন্ত এসব এলাকায় সূর্য়ের দেখা না গেলেও দুপুরে পর সূর্যের দেখা মিলেছে।
শীত থেকে রক্ষা পেতে শীতবস্ত্রের দোকানগুলোতে উপচেপরা ভিরদেখা গেলেও শীতের কাপড়ের দাম লাগালের বাহিরে হওয়ায় উচ্চও মধ্যেবিত্ত পরিবারের লোকজন শীতের কাপড় কিনলেও অল্প আয়ের মানুষেরা খালিহাতে বাড়ি ফিরছেন। ফলে দিনদিন শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে ।
শনিবার রাতে শীতজনীত রোগে সান্তাহার পৌর এলাকার মালশন গ্রামের অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আলতাফ (৭০)) একই গ্রামের জিন্নার স্ত্রী মনোয়ারা (৫৫) ও পার্শ্ববর্তী বড়গাছা গ্রামের বাবলু (৬৫) মৃত্যু হয় বরে জানাগাছে।
শ্রমজীবি ও চাকুরীজীবি এবং প্রয়োজনীয় কাজ ছাড়া বাসাবাড়ী থেকে বাহিরে বের হচ্ছেনা কেউ। সন্ধ্যা নামার সাথে সাথে শহরের দোকান পাট বন্ধ হয়ে যাওয়ায় শহরগুলো হয়ে পরছে জনজীবন শন্য। শীত বস্ত্রের অভাবে শীতে কাহিল হয়ে পরেছে হতদরিদ্র পরিবার ও রেল ষ্টেশনে আশ্রয় নেওয়া ছিন্নমূল মানুষরা। উল্লেখ্য গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যায।
বাংলা৭১নিউজ/জেএস