বাংলা৭১নিউজ,গাইবান্ধা প্রতিনিধি: শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে গাইবান্ধায় বিভিন্ন উপজেলায় বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে।
কুয়াশায় বীজতলায় ঠাণ্ডা পানি জমে থাকছে। আর এই পানির কারণে চারা বড় হচ্ছে না। এতে বিপাকে পড়েছেন কৃষক।
গাইবান্ধা সদর উপজেলাসহ সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, সাদুল্ল্যাপুর উপজেলায় শীতে ধানের চারার রং হলুদ হয়ে যাচ্ছে। নানা কৌশল অবলম্বন করেও চারা বাঁচানো যাচ্ছে না।
গাইবান্ধার সদর উপজেলার গিদারী ইউনিয়নের মুন্সীপাড়া গ্রামের কৃষক রিপন মিয়া বলেন, ‘কুয়াশার কারণে বিজতলায় ঠাণ্ডা পানি জমে চারা মরে যাচ্ছে। আর যে অংশটুকু ভালো সেখানে চারা বড় হচ্ছে না। কী করে যে বোরো ধান চাষ করব তার উপায় খুঁজে পাছি না।’
এদিকে মালিবাড়ী ইউনিয়ের কৃষক জামাল হোসেন বলেন, ‘তীব্র শীতে বীজতলার চারা মরে যাচ্ছে। চারা হলুদ হয়ে গেছে। বড়ও হচ্ছে না। কৃষি কর্মকর্তাদের নির্দেশে নিয়মিত কীটনাশক ও গভীর নলকূপের গরম পানি দিচ্ছি। এমন শীত যদি আরো কয়েক দিন থাকে তাহলে আবারো বীজতলা তৈরি করতে হবে। এতে ক্ষতির মুখে পড়তে হবে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার গাইবান্ধা জেলায় ৩০ লাখ ৬৬ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্য। এ জন্য প্রায় ৩ লাখ ৩২ হাজার হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এখন পর্যন্ত জেলায় ২১ হাজার হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছে।
বাংলা৭১নিউজ/সি এইস