বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: কুয়াশার চাদরে ঢেকে রয়েছে ফরিদপুর। সকাল পেরিয়ে দুপুর পর্যন্ত কাটেনি কুয়াশা তাই সড়কে যানবাহনের সংখ্যাও ছিল কম। অধিক প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ।
ফরিদপুর জেলা আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ সুরজুল আমিন জানিয়েছেন, শনিবার ফরিদপুর জেলার তাপমাত্রা ৯.০০ ডিগ্রি সেলসিয়াস থাকলেও কুয়াশাচ্ছন্ন থাকায় তীতের তীব্রতা বেশী অনুভুত হচ্ছে।
এদিকে ফরিদপুরের শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। শনিবার তিনি ফরিদপুরে ব্যাক্তিগত তহবিল থেকে দুই হাজার সাতশ কম্বল বিতরণ করেন। সদরের নয়টি স্থান থেকে এ কম্বল বিতরণ করা হয়।
শনিবার সকালে শহরের জসিম উদ্দীন হলে কম্বল বিতরণ কালে বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্¦ে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট চান। তিনি বলেন, এরই মধ্যে পদ্মাসেতুর কাজ ৫০ভাগ শেষ হয়েছে। আগামী দুই বছরের মধ্যে পদ্মাসেতু দিয়ে গাড়ী চলবে।
ফরিদপুরে শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভীর সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম প্রমূখ বক্তব্য রাখেন।
পরে মহিলা স্বেচ্ছাসেবী সংগঠণ সমূহের মধ্যে ২০১৬-১৭অর্থ বছরের ৯ লাখ ৪৫ হাজার টাকার চেক বিতরণ করেন।
বাংলা৭১নিউজ/জেএস