বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়) প্রতিনিধি: শীতজনিত কারনে বগুড়ার আদমদীঘি উপজেলায় গত ডিসেম্বর মাসে ডায়রিয়ার আমাশয় ও নিমোনিয়ায় বিভিন্ন গ্রামে শিশু নারীসহ প্রায় দুই শতাধিক ব্যাক্তি আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে শিশু নারীসহ আদমদীঘি হাসপাতালে প্রায় শতাধিক ও বিভিন্ন ক্লিনিকে আরও ৫০ জনকে ভর্তি করা হয়। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আদমদীঘি উপজেলা সদর হাসপাতাল. উপ-স্বাস্থ্য কেন্দ্র, আদমদীঘি সদর ও সান্তাহার ক্লিনিকসহ বিভিন্ন ক্লিনিকে অনুসন্ধান করে জানা গেছে, অত্র উপজেলায় গত ২০১৭ সালের ডিসেম্বর মাসে বিভিন্ন গ্রামে শিশু নারীসহ প্রায় দুই শতাধিক ব্যাক্তি ডায়রিয়া আমাশয় ও নিমোনিয়া রোগে আক্রান্ত হয়। অধিক আক্রান্তদের মধ্যে আদমদীঘি উপজেলা হাসপাতালে নারী-পুরুষ ও শিশুসহ শতাধিক ডায়েরিয়া আমাশয় ও নিমোনিয়া রোগীকে ভর্তি করা হয়েছিল। অপর আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া প্রতিদিন হাসপাতালের বর্হিবিভাগ ও বিভিন্ন ক্লিনিকে অনেক আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। উপজেলা হাসপাতালের কর্তব্যরত ডাঃ মাহবুবুর রহমান অত্র হাসাপাতালে স্যালাইনের সংকট নেই বলে জানিয়ে জানান. আবহাওয়া অনুকুলে না থাকাসহ শীতজনিত রোগে ডায়রিয়া আমাশয় ও শিশু নিমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। তিনি শীতজনিত কারনে শিশুদের রোটা ভাইরাস রোগে আক্রান্ত থেকে রক্ষা পেতে মায়েদের সতর্ক থাকতে পরামর্শ দেন।
রেলওয়ের নিরাপত্তা বাহীনির হাবিলদারের বাসায় চুরি
বগুড়ার সান্তাহারে রেলওয়ের নিরাপত্তা বাহীনির এক হাবিলদারের বাসায় দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা কম্পিউটারে মণিটোর ও স্বর্নলংকার সহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়েগাছে বলে জানাগেছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
জানা যায়, বুধবার বিকেলে শহরের হার্ভে বালিকা বিদ্যালয়ের পৃর্বপার্শ্বে ইয়ার্ড কলোনীর রেলওয়ের নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্ত প্রহরী আব্দুস সামাদের ছেলে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর হাবিলদার মোঃ খায়রুল আলমের মাতা, স্ত্রীসহ পরিবারে লোকজন বাসায় তালা দিয়ে মার্কেটে যায়। বাসায় লোকজন না থাকার সুযোগে চোরেরা সন্ধ্যায় বাসার প্রচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে কম্পিাুটারের মনিটোর ও আলমারী তালা ভেঙ্গে সোনার ৪টি আংটি চুরি করার মর্হতে খায়রুল আলমের পিতা আব্দুস সামাদ বাসায় এলে চোরো টেরপেয়ে পালিয়ে যায়। পরে শহর ফঁড়ির পুলিশকে বিষয়টি জানানো হলো পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
দোকানে চুরি ও অগ্নিকান্ডে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি
আদমদীঘির পশ্চিম বাজারে মেসার্স নহী এন্টারপ্রাইজ নামক একটি ভ্যারাইটি দোকান ঘরের মালামাল চুরি করার পর আগুন লাগিয়ে দিয়ে বিভিন্ন জাতের প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামালা পুড়ে ভষ্মিভুত করা হয়েছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় অভিযোগ করা হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার আদমদীঘিস্থ মেসার্স নহী এন্টারপ্রাইজের মালিক আশরাফুল ইসলাম সারাদিন বেচাকেনা করার পর রাতে তার ভ্যারাইটির দোকান ঘরের তালা বন্ধ করে বাড়ী যান। দোকানে সাবান স্যাম্পু, বিস্কুট, আতব চাল, জুসসহ বিভিন্ন জাতের মূল্যবান মালামাল ছিল। গভীর রাতে চোরেরা দোকান ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে কিছু মূল্যবান মালামাল চুরি করার পর ওই দোকানে আগুন লাগিয়ে দিয়ে চম্পট দেয়। আগুনে পুড়ে দোকানে রাখা প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামালা পুড়ে যায়। দোকান মালিক আশরাফুল ইসলাম জানায়, রাত ১২টায় পর সংবাদ পেয়ে দোকান ঘরের আগুন নিভানো হয়েছে।
উন্নয়ন মেলা বাস্তবায়নের লক্ষে প্রস্তুতিমূলক সভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহিত উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনগনের মাঝে তুলে ধরনে বুধবার বেলা ১১টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে উন্নয়ন মেলা অনুষ্ঠানের লক্ষ্যে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার সাদেকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আদমদীঘি সার্কেলের সিনিয়র এএসপি আলমগীর রহমান, উপজেলা কৃষি অফিসার কামরুজ্জামান, মৎস্য অফিসার মাহবুবুর রহমান, যুব উন্নয়ন অফিসার এনামুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, প্রেসক্লাব সভাপতি হাফিজার রহমান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, জাপা সভাপতি আব্দুল লতিফ, পৌর প্যানেল মেয়র জার্জিস আলম রতন, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান,বেলাল হোসেন প্রমূখ। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তিনদিন ব্যাপি ডিজিট্যাল উন্নয়ন মেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত ও বাস্তবায়নে উপ-কমিটি গঠন করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস