বাংলা৭১নিউজ,(নড়াইল)প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার বোড়ামারা গ্রামে ধর্ষককে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করে শিশু ধর্ষণ মামলা মীমাংসার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সলেমান মোল্যা, স্থানীয় মাতব্বর মোনায়েম শেখ, আবু তাহের মোল্যা, বক্কার মোল্যা, আজিজার মোল্যা, আমজাদ মোল্যা, সুপ্রেম উল আলম, আলী মিয়া ও স্থানীয় ইউপি সদস্য সবুর ভূঁইয়া।
গত ২ ডিসেম্বর দুপুরে পঞ্চম শ্রেণির ছাত্রী ওই শিশুটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায় একই এলাকায় আমজাদ মুন্সী। ৩ ডিসেম্বর শিশুটির বোন বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ধর্ষক আমজাদ মুন্সির বাড়িতে সালিশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলেমান মোল্যার সভাপতিত্বে ধর্ষককে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসা করা হয়।
শিশুটির বাবা জানান, গ্রামের মাতব্বরদের চাপে তিনি সালিশ মীমাংসায় বাধ্য হয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, এ ধরনের মামলা আপসযোগ্য নয়। আমরা যথা নিয়মে মামলার চার্জশিট দিব। সালিশের সঙ্গে জড়িত ৯ জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এইউএ