বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্রাজিলে ভারী বৃষ্টি-বন্যায় ১০ জনের মৃত্যু দুপুরে দেশে আসবে নিহত ৮ বাংলাদেশির মরদেহ বিকেলে বসছে দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৫৬৮ ফিলিস্তিনি নিহত মাজার জিয়ারত শেষে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেলো ৫ জনের খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের ঘাড়ে বইয়ের বোঝা, অভিভাবকদের দুষলেন শিক্ষামন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭
  • ১১৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: শিশুদের ঘাড়ে বইয়ের অতিরিক্ত বোঝার জন্য অভিভাবকদের দুষলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বইয়ের ওজন সর্বসাকুল্যে এক কেজির বেশি না। কিন্তু কেউ যদি এই বইয়ের সঙ্গে ১০ কেজি ওজনের ব্যাগ, পাঁচ কেজি ওজনের নাস্তা, এক কেজি ওজনের পানি কিনে দেয় তাইলে আমাদের তো কিছু করার থাকে না।’

আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। পাঠ্যপুস্তক পরিমার্জন টিমের নবম-দশম শ্রেণির বিজ্ঞানের ছয়টি বইয়ের পরিমার্জিত সংস্করণ হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘তবে এটা ঠিক ক্লাস সিক্সে উঠে একসঙ্গে অনেকগুলো বই বেড়ে যায়। এ বিষয়ে আমরা সবাই একমত। এর কারণও আছে। জ্ঞান বেড়ে যায়। বইও বেড়ে যায়। পড়ার পরিধিও বাড়ে। এসব কারণে বইও বাড়ে। তবে আস্তে আস্তে উপরে উঠলে হয়তো বই কমে যাবে। কিন্তু পড়ার পরিধি বাড়বে।’

মন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের চমৎকার বই দিতে চাই। সেই লক্ষ্যে মাধ্যমিকের ১২টি বই পরিমার্জনের সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে আমরা পাঁচটি বই চমৎকার পরিমার্জিতভাবে পেয়েছি। আজকে পেলাম ছয়টি বই। আর একটি বই বাকি। সেটিও খুব শিগগিরই পেয়ে যাবো। আশা করছি আগামী ১ জানুয়ারিতে সব শিক্ষার্থী পরিমার্জিত বই পাবে।’

সংবাদ সম্মেলনে বিশিষ্ট শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, শিক্ষাসচিব সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব রুহী রহমাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com