বাংলা৭১নিউজ, ঢাকা: আজ অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ এর শিশু প্রহর চলছে। সকাল ১১ টায় শুরু হওয়া এই শিশু প্রহর চলবে দুপুর একটা পর্যন্ত।
অমর একুশে উদযাপনের অংশ হিসেবে সকাল সাড়ে নয়টায় গ্রন্থমেলার মূলমঞ্চে শুরু হয় শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা। অনুষ্ঠানে বিচারক হিসেবে রয়েছেন চন্দনা মজুমদার, ইয়াকুব আলী খান এবং সাগরিকা জামালী। অনুষ্ঠানে অতিথি আছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সুবীর নন্দী।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার ফলাফল আজই ঘোষণা করা হবে।
বিকালে চারটায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে রবি গুহ ॥ মুনীর চৌধুরী ॥ সরদার ফজলুল করিম শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন মফিদুল হক এবং এম এম আকাশ।
আলোচনায় অংশগ্রহণ করবেন বেগম আকতার কামাল, অজয় দাশগুপ্ত, পিয়াস মজিদ ও অলকানন্দা গুহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক সনজীদা খাতুন। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
গতকাল ৯ ফেব্রুয়ারি গ্রন্থমেলার নবম দিন নতুন বই এসেছে ৩৪৪টি। এরমধ্যে কবিতা, গল্প ও উপন্যাসের বইয়ের সংখ্যাই বেশি।
বাংলা৭১নিউজ/সিএইস