বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: দেশের ১৭ কোটি মানুষ শিক্ষিত হলে বাংলাদেশটি হবে একটি আদর্শ দেশ। তাই হিংসা, বিদ্বেশ দূরে রেখে শিশুদেরকে সু-শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আমাদের দেশের শিশুরাই হবে আগামী দিনের ভবিষ্যৎ।
বিদ্যালয় গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি নিশ্চিত করন, ঝরেপড়া রোধ ও মান সন্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরন মত বিনিময়য় সভায় এসব কথা বলেন অনুষ্টানের প্রধান অতিথি প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রণারয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড মোস্তাফিজুর রহমান ফিজার এম, পি।
আজ সোমবার দুপুরে দিনাজপুরের বিরামপুর শিমুলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে মা”-সমাবেশে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান পারভেজ কবির প্রমুখ।
মত বিনিময়য় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের সাথে খোলামেলা আলাপকালে মন্ত্রী বলেন পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপ-বৃত্তি দেওয়া হবে এ পরিকল্পনা রয়েছে সরকারের।
বাংলা৭১নিউজ/জেএস