বাংলা৭১নিউজ,ঢাকা: জলরঙা আকাশ
তুমিহীন একটি জলরঙা বিকেল থেকে গড়িয়ে পরে স্তব্ধতা!
তোমার অনপুস্থিতিতে শব্দহীন পায়ের ধ্বনি
বাষ্পাকারে ঘাপটি মেরে থাকে-নীরবতায়,
ভেঙে যায় দূরত্বের বাঁধ।
বহু বছর কেটে গ্যাছে এক পেয়ালা বিশুদ্ধ মুগ্ধতার সন্ধানে..!
নৈঃশব্দে চৌচির হয় জলরঙা
আকাশ-অথচ ‘বিষুবরেখা অতিক্রম
করতে পারে না আমার চিৎকার!’
ঢেউয়ের আঘাতে বিচূর্ণ জলের ধৈর্য
আমাকে জীবিত করে বারবার, অথচ
সীমারেখা লঙ্ঘন করলে আঘাত হানে
বিশুদ্ধতায়!
আমি জলরঙা আকাশ দেখি
আজন্ম মুগ্ধতা নিয়ে, এখনও
সন্ধ্যের দিগন্তে মুগ্ধতা ছড়ায়
জলরঙা আকাশ।
মধ্য রাতের আকাশের মুগ্ধতাকে
ছাড়িয়ে যায় তোমার এক চিলতে
জলরঙা হাসি।
বাংলা৭১নিউজ/সি এইস