বাংলা৭১নিউজ, ময়মনসিংহ প্রতিনিধি: গফরগাঁও পৌরশহরসহ উপজেলার ১৫টি ইউনিয়নে আবহমান বাংলা নববর্ষের বৈশাখের প্রথম দিনে সর্বনাশা শিলাবৃষ্টির ফলে বোরো ধানের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে । ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে । বড় আশা নিয়ে কৃষকরা বোরো আবাদ করেছিল ।
বিগত কয়েক বছরের তুলনায় বোরো ফলন বাম্পার হয়েছিল । কিন্ত ভাগ্যের নির্মম পরিহাস শিলা বৃষ্টির দরুন ফলন কম হওয়ার আশংকা রয়েছে বলে কৃষকরা এ প্রতিনিধিকে জানান ।
অনেক এলাকায় গত কয়েক দিন ধরে বোরো ধান কাটতে শুরু করেছে । তবে দিনমজুরদের মজুরী বেশী । নতুন ২৮ ধান প্রতিমণ ৭শত টাকা থেকে ৬শত ৫০টাকা দরে বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া গেছে । বিভিন্ন হাটবাজারে নতুন নতুন ধান উঠতে শুরু করেছে ।
আগামী ১০/১৫দিন পর পুরোদমে ধান কাটা শুরু হয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে । শিলাবৃষ্টির ভয়ে অনেকেই আবার আগাম ধান কাটতে শুরু করেছে । কালাইপাড় গ্রামের কৃষক মোঃ আরিফুল ইসলাম জানান, শিলাবৃষ্টির দরুন ২৮ ধানের ক্ষতি হয়েছে । গত বছর আগাম বৃষ্টির ফলে বোরো ফসল কম হয়েছিল । ফলে বাজারে ধান ও চালের দাম বৃদ্ধি পেয়েছে ।
বাংলা৭১নিউজ/জেএস