দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সভাপতি শিমুল হাসান এক্সেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এক শোকবার্তায় ওবায়দুল কাদের, মরহুম সৈয়দ শিমুল হাসান এক্সেলের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সৈয়দ বসিরুল হাসান ( শিমুল হাসান এক্সেল) গত রবিবার ( ২৭ জুন) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাইফুল করিম সুইট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। শিমুল হাসান এক্সেল স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
শিমুল হাসান এক্সেলের মৃত্যুতে দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ গভীরভাবে শোকাহত। সেই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
বাংলা৭১নিউজ/এসএম