ঘন কুয়াশায় বন্ধ রয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল। এতে ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষমান রয়েছেন যাত্রীরা।
ঘাট কর্তৃপক্ষ জানায়, কুয়াশা বাড়তে থাকায় সোমবার (১৮ জানুয়ারি) রাত ১২টার পর থেকেই ফেরি চলাচলে ব্যাহত হচ্ছিল। বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এতে দুর্ঘটনা এড়াতে রাত তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। এ সময় ৯৭টি ছোট-বড় যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে ছোট-বড় ৬টি ফেরি।
তীব্র শীতের মধ্যে উভয়ঘাটে অপেক্ষমান কয়েকশ’ যানবাহন। পারাপারের অপেক্ষায় হাজারো যাত্রী ও শ্রমিক।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. জামিল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি