বাংলা৭১নিউজ, ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি:মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় ফের পদ্মার ভাঙন শুরু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে একটি খাবার হোটেল। এ নিয়ে শিমুলিয়া ফেরিঘাটটি এ বছর তিন দফা ভাঙনের কবলে পড়লো।
জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে প্রথম ভাঙনে দোকানটির অর্ধেক অংশ নদীতে চলে যায়। এরপর রাত সাড়ে ৯টার দিকে পুরোপুরি বিলীন হয়ে যায় খাবার হোটেলটি।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনর (বিআইডব্লিউটিসি) মাওয়া ম্যানেজার (বাণিজ্য) মো. সাফায়াত হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিমুলিয়া তিন নম্বর ঘাট এলাকায় দেখা দেয় পদ্মার আকস্মিক ভাঙন। ভাঙনে মুহূর্তেই নবনির্মিত পদ্মা নামের একটি খাবারের হোটেলসহ একাংশ নদী গর্ভে বিলীন হয়ে যায়। এবং কয়েকটি জায়গায় ফাটল দেখা দেয়। ভাঙন আতংকে শিমুলিয়া তিন নাম্বার ফেরি ঘাট বন্ধ রয়েছে।
বাংলা৭১নিউজ/এবি