বাংলা৭১নিউজ,(রাজশাহী)প্রতিনিধিঃ তানোর শিবনদীর বিলকুমারীর বিলে জেগে উঠা জমিগুলোতে প্রতি বছরে মত এবারও কৃষকরা বোরা ধান রোপন করে। গত কয়েক দিনে বৃষ্টির কারণে রাজশাহীর তানোর উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত শিবনদীর পানি বৃদ্ধি হয়ে বোরো ধান তলিয়ে যাচ্চে। তাই কৃষকরা আধা পাকা ধান কাটতে শুরু করেছে। ধান কেটে বাধের রাস্তার উপর মাড়াই করছে।
শনিবার তানোর গোল্লাপাড়া গ্রামের কৃষক আব্দুল সালাম মন্ডল বলেন, এক দিকে করোনার ভয় অন্য দিকে নদীর পানি বৃদ্ধির ভয়। এলাকায় শ্রমিক সংকটের মধ্যে দিয়ে কৃষকরা কোন রকম ধান কেটে রাস্তার ধারে মাড়াই করছে।
বেলনা গ্রামের জহিরুল জানান, শিবনীর পারি শুকিয়ে যাওয়া জমিগুলোতে আমরা প্রতি বছর ন্যায় এবারও শত শত কৃষক বোরো ধান চাষ করেছে। শিবনদীর পানি বাড়তে শুরু করেছে। বন্যার ভয়ে আমরা আধা-পাকা ধানের শীষ কেটে নিচ্ছি।
তানোর উপজেলা কৃষি অফিসার শামিমুল ইসলাম জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে শিবনদীর পারি বৃদ্ধি হতে শুরু করছে। কৃষকরা ভয়ে আধা-পাকা বোরো ধান কাটতে শুরু করেছে। শিবনদীর বিলকুমারীর বিলের বোরো ধান ভাল হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইস