বাংলা৭১নিউজ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ অফিসার্স ক্লাবের ব্যাটামিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে শিবগঞ্জ অফিসার্স ক্লাব চত্বরে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় ইউএনও-সমাজসেবা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন লাভ করে এলজিইডি-খাঁন দল। পরে চ্যাম্পিয়ন ও রানার আপকে বরণ করে দেয় শিবগঞ্জ অফিসার্স ক্লাব।
এতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, অফিসার্স ক্লাবের সভাপতি ইউএনও চৌধুরী রওশন ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলামসহ অফিসার্স ক্লাবের সদস্যরা।
শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করে কৃষিবিদ এসএম আমিনুজ্জামান।
বাংলা৭১নিউজ/বিকে