চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক কোটি টাকা মূল্যের হেরোইন, ২৮ হাজার পিস ইয়াবা ও ৭৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১২ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার চাকপাড়া, তেলকুপি এবং আজমতপুর সীমান্তে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, বিজিবির একটি বিশেষ টহল দল চাকপাড়া, তেলকুপি এবং আজমতপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে মালিকবিহীন এক কেজি হেরোইন, ২৮ হাজার পিস ইয়াবা ও ৭৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন বিজিবি-৫৯ (রহনপুর) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
গোলাম কিবরিয়া জানান, ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এবি