বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বোগলাউড়ির উত্তর পার্শ্বের আম বাগানে র্যাব অভিযান চালিয়ে ১৩৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে। এছাড়া পুলিশের রাতভর অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৮ জনকে আটক করে।
আটককৃতরা হল- উপজেলার বাবুপুর চালকিপাড়ার মৃত মুনসুর রহমানের ছেলে রেজাউল করিম (১৯), মনাকষা পোড়াদিহির গাজলুর ছেলে তাজামুল (২২), ছত্রাজিতপুর ¯œানপাড়ার টুনু মন্ডলের ছেলে মোশারফ হোসেন (৩৭), আজমতপুর রিফিউজিপাড়ার জহিরুলের ছেলে নাহিম (২৪), পুখুরিয়ার সাহানবান্ধ্যার কয়েশ উদ্দিনের ছেলে আবদুল কুদ্দুশ (৪০), পুখুরিয়া পশ্চিমপাড়ার মৃত মকশেদের ছেলে আলাউদ্দিন (৪৫), একই এলাকার শ্রী চিত্তরঞ্জন সিংহের ছেলে লিটন সিংহ (২৫), চককীর্তির বাঁশতলার জাকারিয়ার ছেলে হারুন অর রশিদ (১৮) ও নয়ালাভাঙার ঘুনঘুনিপাড়ার মৃত নওশেদের ছেলে জেনারুল ইসলাম (৪২)।
এদের মধ্যে জেনারুলের কাছ থেকে মাদক বিক্রয়ের ৪ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এদিকে র্যাব জানায়, র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়েরের নেতৃতে র্যাবের একটি দল বোগলাউড়ির আম বাগানে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে ১৩৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ রেজাউল করিমকে আটক করা হয়।
এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস