বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুর মোড়ে ওয়ার্কসপের একটি মিস্ত্রিকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এনিয়ে বৃহস্পতিবার শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন হত্যার চেষ্টার শিকার কিবরিয়া আলী।
মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুওে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুরের মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে কোকিল উদ্দিন (৩৫) ও তার ছোট ভাই আবদুস সালাম (৩০)।
এজাহার সূত্রে জানাগেছে, গেল ১৯ এপ্রিল বিকেলে রসুলপুর মোড়ে কিবরিয়া তার নিজ ওয়ার্কসপে কাজ করছিলেন। কাজের ব্যবহৃত পানি পার্শ্ববর্তী দোকানের সামনে পড়লে কোকিল ও আবদুস সালাম কিবরিয়ার ওপর চড়াও হয়। পরে কোদাল দিয়ে কিবরিয়ার মাথায় আঘাত করে কোকিল ও সালাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত কিবরিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার কিবরিয়া বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৬৯ তারিখ ২৪-০৫-১৮। এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, হত্যার চেষ্টায় কিবরিয়া বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত কোকিল ও সালামকে গ্রেফতার করা হয়েছে।
আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
বাংলা৭১নিউজ/জেএস