বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :‘পুলিশই জনতা জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও ওপেন হাউস ডে- ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকেলে শিবগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে থানার অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহতাব আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শিউলি বেগম, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক, শিবগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজিউজ্জামান বাবু, শিবগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবদুস সালামসহ অন্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবগঞ্জ থানার কমিউনিটি পুলিশিং অফিসার উপপরিদর্শক গোলাম মোস্তফা। সমাবেশে জঙ্গিবাদ মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকল শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে স্বোচার হওয়ার আহবান জানান বক্তারা।
বাংলা৭১নিউজ/জেএস