বাংলা৭১নিউজ ডেস্ক: শিক্ষা জাতীয়করণের দাবিতে সারাদেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।
কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে শনিবার সকাল থেকে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষকরা ক্লাসে যাননি।
মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাসী নয়টি শিক্ষক-কর্মচারী সংগঠনের সমন্বয়ে গড়ে ওঠা মোর্চার সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হক জানান, জাতীয়করণসহ ১১ দফা দাবিতে মঙ্গলবার থেকে শিক্ষকরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন।
গত মঙ্গলবার থেকে শরু হওয়া এ ধর্মঘট শেষে আগামীকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে তাদের।
বাংলা৭১নিউজ/জেএস