বাংলা৭১নিউজ,ডেস্ক: শিক্ষাসফর শেষে ফেরার পথে তুরস্কের দক্ষিণাঞ্চলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কমপক্ষে ১৪ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৪ জন।
রোববার স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে ছিটকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
আনাদোলু জানিয়েছে, স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ওসমানিয়া শহরের বাইরে কারাতিপি নামের একটি প্রতত্নাত্ত্বিক এলাকা থেকে শিক্ষাসফর শেষে ফিরছিল। শহরে ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালে পড়ে যায়। এতে ১৪ শিক্ষার্থীর মৃত্যু হয়। এদের মধ্যে তিনজন বালিকা ও তিনজন বালক রয়েছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। ক্রেনের সাহায্যে বাসটিকে ওপরে টেনে তোলা হয়। আনাদোলু আরো জানায়, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল এবং এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস