বাংলা৭১নিউজ, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের খনজনপুর মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ওই বিদ্যালয়ের শিক্ষক জোবাযের আলম পলাশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে শিক্ষার্থী, অভিভবাবক ও এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচী পালন করেছে এবং পরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক পলাশের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় শহরের জিরু পয়েন্ট এলাকায় ঘন্টাব্যাপী এ মানবন্ধন কর্মসূচীতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। পরে সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কৃষ্ণ মন্ডল ও অভিযুক্ত ওই শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করা হয়।
উল্লেখ্য, খঞ্জনপুর মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের সহকারি শিক্ষক জোবায়ের আলম পলাশ নবম ও দশম শ্রেণীর ছাত্রীদেরকে শারিরিক নির্যাতন ও স্পর্শকাতর স্থানে আঘাতের অভিযোগে গত ১২ এপ্রিল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এবং এ ঘটনায় অভিভাবকরা শিক্ষকের বিচার দাবীতে বিদ্যালয়ে বিক্ষোভ করে।
বাংলা৭১নিউজ/জেএস