বাংলা৭১নিউজ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের সবধরনের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। তাদের মেধা বিকাশে সরকার আন্তরিক। আমরা বিনামূল্যে বই সরবরাহ করছি, উপবৃত্তি ব্যবস্থা করেছি। তবুও ছেলেমেয়েরা কেন ফেল করবে? শিক্ষার্থীদের ফেল করার কোনো সুযোগ নেই।
বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এখন পরীক্ষার ফল জানতে শিক্ষার্থীদের আগের মতো ছোটাছুটি করতে হয় না। ঘরে বসেই অনলাইনে, এসএমএস করে ফলাফল জানতে পারে।
তিনি বলেন, এবার ফলাফল অনেক ভালো। পাসের হার বৃদ্ধি পেয়েছে। যারা পাস করতে পারেনি তাদের আরো বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে। মা-বাবা, শিক্ষকদের তাদের দিকে নজর দিতে হবে।
শেখ হাসিনা বলেন, ‘আমরা শিক্ষার্থীদের অনেক সুযোগ-সুবিধা দিচ্ছি। তাদের বিনা মূল্যে বই দিচ্ছি। বৃত্তি, উপবৃত্তি বাড়িয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরাই ভবিষ্যতের কর্ণধার। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। আমরাও কোনো ক্ষেত্রে পিছিয়ে থাকব না। ছেলেমেয়েরা যাতে উন্নত শিক্ষা পায় সেই লক্ষ্যে কাজ করছি।’
সরকার কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এ শিক্ষা নিয়ে দ্রুত কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে ছেলেমেয়েরা। সারা দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। কৃষিকে যান্ত্রিকীকরণ করা হচ্ছে। এসব জায়গায় দক্ষ জনবল প্রয়োজন হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘লেখাপড়ায় ছেলেমেয়েদের আরো মনোযোগী হতে হবে। এখন ফলাফলে ছেলেমেয়েদের আলাদা করা ঠিক নয়। তারপরও মেয়েরা এবার ছেলেদের চেয়ে এগিয়ে আছে। ছেলেদের আরো মনোযোগী হতে হবে। তারা যেন পিছিয়ে না পড়ে। আমি চাই, ছেলেমেয়ে সবাই সমানভাবে ভালো করুক।’
তিনি বলেন, ‘বিশ্ব এগিয়ে যাচ্ছে। আমাদেরও বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। দেশকে এগিয়ে নিতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘মনে রাখতে হবে আমরা বিজয়ী জাতি। কারো কাছে হাত পেতে নয়, মাথা উঁচু করে চলতে হবে। সবাই স্বীকার করে, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আমাদের ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আমাদের যে সম্পদ আছে তা ব্যবহার করে তারাই দেশকে এগিয়ে নেবে।’
বাংলা৭১নিউজ/এমএস