শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত প্রাণ এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন সেতু মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে ১১১৮৬ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয় বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক ‘পিলখানা হত্যায় নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র চিহ্নিত করা হবে’ চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস

শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান অভিনয়শিল্পী-কলাকুশলীদের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২৮ বার পড়া হয়েছে

ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে শিক্ষার্থীদের আন্দোলন থেকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র, নাটক ও মঞ্চের শিল্পী-কলাকুশলীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে বিটিভির কার্যালয় পরিদর্শন করেন তারা।  

এসময় অভিনয়শিল্পীরা জানান, এখন আর আন্দোলন ছাত্রদের হাতে নেই। তাদের ঢাল হিসেবে আরেকটি গোষ্ঠী ফায়দা লুটছে। শিক্ষার্থীদের উচিত ঘরে ফিরে যাওয়া।

অভিনয়শিল্পীদের সঙ্গে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। তিনি বলেন, ‘যারা বিটিভিতে আগুন দিয়েছে তারা দেশদ্রোহী। আমরা ভেবেছিলাম দেশে কোনো বিরোধী শক্তি নেই। কিন্তু এখন দেখছি সেই রাজাকারা আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। এদের বিরুদ্ধে সব মুক্তিযোদ্ধা পরিবার এক হয়ে লড়তে হবে।’

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য, অভিনয়শিল্পী ফেরদৌস বলেন, ‘এতদিন আমাদের শোকের মাস ছিল শুধু আগস্ট। এখন জুলাই মাসও আমাদের শোকের মাস হিসেবে যুক্ত হয়েছে। ছাত্রদের কোটা আন্দোলন যৌক্তিক হলেও এদের সঙ্গে অপশক্তি যুক্ত হয়ে আন্দোলনে ভিন্ন পথে প্রভাবিত করেছে।’

ফেরদৌস বলেন, ‘আমরা যেসব ছাত্রকে হারিয়েছি, তাদেরকে আর ফিরে পাব না। আমার নিজের দুটি সন্তান আছে, তারাও ছাত্র। সন্তানহারা বাবা-মায়ের মনের অবস্থা কী সেটা আমরা বুঝতে পারছি। দেশ শেখ হাসিনা ঠিক করে ফেলবেন কিন্তু যারা চলে গেছেন তাদের আর ফিরিয়ে আনা যাবে না।’

অভিনয়শিল্পী সোহানা সাবা বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার মেয়ে। এই আন্দোলনে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে এটা কখনো মেনে নেয়া যায় না। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার অপমান কাম্য না।’

শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ বলেন, ‘শিক্ষার্থীদের উচিত এবার ঘরে ফিরে যাওয়া। তাদেরকে যাতে আর কেউ ব্যবহার করতে না পারে সেদিকে বাবা-মায়ের নজর রাখতে হবে।’

বিটিভির ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, অভিনেত্রী সুজাতা আজিম, শমী কায়সার, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, তানভীন সুইটি, জ্যোতিকা জ্যোতিসহ অনেকেই। এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com