বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অংশীজনরা কী চান তার ওপর নির্ভর করবে নির্বাচন কবে হবে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া ২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পাঁচ মাসে আর্থিক স্থিতিশীলতায় খুব বেশি খুশি নয় বাংলাদেশ ব্যাংক জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ৮ পরিচালক নির্বাচিত রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫ স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ

সোনালী ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ৮ মে, ২০২৩
  • ৩৯ বার পড়া হয়েছে

নিজের পরিচয় গোপন করে ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে শিক্ষাবৃত্তির নামে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া মামলায় আসামি ছিল এমন পাঁচজনের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ না পাওয়ায় তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়েছে।

সোমবার (৮ মে) দুদকের প্রধান কার্যালয়ের কমিশন থেকে চার্জশিটটি অনুমোদন দেওয়া হয়েছে। শিগগির সংস্থাটির উপসহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম আদালতে চার্জশিট জমা দেবেন। দুদক উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- বরখাস্ত হওয়া অ্যাসিস্ট্যান্ট অফিসার কামরুজ্জামান ও সহকারী অফিসার সৈয়দ হাসান ইমাম। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৯/ ১৬১/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত অন্যান্য চার আসামি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। তারা হলেন- মো. শাহ আলম, মাসুদ শামীম আহম্মেদ, এএসএম কবির ও রেজাউর রহমান। এছাড়া তাজুল ইসলাম (মৃত) বিসিকের ডেসপাস রাডার হিসেবে কর্মরত ছিলেন।

দুদক সূত্রে জানা যায়, সিস্ট্যান্ট অফিসার কামরুজ্জামান, রফিকুল ইসলাম পরিচয়ে ভুয়া ঠিকানা ব্যবহার করে সঞ্চয়ী হিসাব খোলেন। পরে রফিকুল ইসলাম নাম ব্যবহার করে প্রতিবছর সরকারি বিভিন্ন অফিসের নাম ও পদবি ব্যবহার করে বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ড থেকে কল্পিত অধ্যয়নত সন্তানের নাম দিয়ে শিক্ষাবৃত্তির জন্য একাধিক আবেদন করেন।

তার এসব আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড হতে বাংলাদেশ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী কল্যাণ তহবিলের মোট ১৫ লাখ ৬৪ হাজার ২৫০ টাকার চেকের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করেন। অনুরূপভাবে আরেক আসামি সৈয়দ হাসান ইমাম নিজেকে আব্দুল মালেক পরিচয়ে ভুয়া ঠিকানা ব্যবহার করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী কল্যাণ তহবিলের ১৯ লাখ ৫৮ হাজার ৫৩৩ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

আসামি তাজুল ইসলামের বিরুদ্ধেও অনুরূপভাবে ১৪ লাখ ৭১ হাজার টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেলেও তিনি মৃত্যুবরণ করায় অনুমোদিত চার্জশিট হতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com