বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় অভিভাবকের হামলায় উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল নিহত হওয়ার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্ধ শিক্ষকরা।
বাংলাদেশ শিক্ষক সমিতি নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার শহীদ মিনারের সামনে বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক/শিক্ষিকাগন অংশ গ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর হায়দার ফকির, সাধারণ সম্পাদক আজহারুল হক তুহিনসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা, অবিলম্বে দোষীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহকারে নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্বারকলিপি প্রদান করেন।
এদিকে এ ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে কলমাকান্দা উপজেলার সকল উচ্চ মাধ্যমিক স্কুলের পরীক্ষা বর্জন করে মানববন্ধ কর্মসূচী পালন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। এ ঘটনায় কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত পুলিশ কোন আসামীকে গ্রেফতার না করায় তারা চরম ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য, গত রবিবার দুপুরে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র মারুফের কাছে ষানমাসিক পরীক্ষর ফিস চাওয়াকে কেন্দ্র করে অভিভাবকের হামলার শিকার হয়ে স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল ঐদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
বাংলা৭১নিউজ/জেএস