ঢাকা মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির নির্বাচনে দেবেশ-হারুন পরিষদ নিরঙ্কুশভাবে জয় পেয়েছে। নির্বাচনের ২৫টি পদের মধ্যে ছয়টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ছয়জন। বাকি ১৯টি পদের মধ্যে ১৮টিতে দেবেশ-হারুন পরিষদ জয় পেয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে মোট ভোটার ছিলেন ৪৩২ জন। বুধবার রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার ২৪৪ ভোট পেয়ে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ডা. আব্দুল হানিফ টাবলু পেয়েছেন ১৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. আহমেদ হোসেন চৌধুরী হারুন। তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ডা. হাসানুর রহমান ৩৪ ভোট, ডা. যায়েদ হোসেন হিমেল ৭৮ ভোট এবং ডা. আবুল হাসনাত মোহাম্মদ আফজালুল হক ৯৯ ভোট পেয়েছেন।
অন্য পদগুলোতে নির্বাচিত চিকিৎসাবিদ্যার শিক্ষকরা হলেন সহসভাপতি নুরুল ফাত্তাহ রুমি, মহিউদ্দিন মাতু্ব্বর ও জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, কোষাধ্যক্ষ প্রদুৎ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মাসুম, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক এহসান উদ্দীন খান, বিজ্ঞান সম্পাদক সুদীপ রঞ্জন ঘোষ, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক অখিল রঞ্জন বিশ্বাস, প্রকাশনা সম্পাদক মোরাদ হোসেন, আন্তর্জাতিক তাহমিনা হোসেন এবং আপ্যায়ন রত্না পাল নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সদস্য পদে নির্বাচিত শিক্ষকরা হলেন ইফফাত আরা সামসদ, সৈয়দ গোলাম মোগনী মাওলা, খোরশেদ আলম, এ জেড এম মাহফুজুর রহমান, চৌধুরী মোহা. মুশফিকুর রহমান, মাহবুবুর রহমান কচি, ফজলে এলাহী, সৈয়দ আব্দুল আদিল, সুজিত কুমার সরকার, সারোয়ার আলম বিজয় ও পঙ্কজ কান্তি দে।
বাংলা৭১নিউজ/এসএইচ