মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পাঁচ মাসে আর্থিক স্থিতিশীলতায় খুব বেশি খুশি নয় বাংলাদেশ ব্যাংক জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ৮ পরিচালক নির্বাচিত রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫ স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের কর্মসংস্থানের প্রস্তাব

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
  • ২২৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক বেল আফরোজ বালিকা উচ্চবিদ্যালয়ে। হয়রানীর বিচার চেয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির নিকট আবেদন করেছে ভূক্তভোগী ওই ছাত্রীর পিতা।
অভিযোগ রয়েছে শিক্ষক দাদনচক বেল আফরোজ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আসাদ্জ্জুামান মানিক এর আগেও স্কুলের ছাত্রীদের সঙ্গে এমন আচরণ করে মুচলেকা দিয়ে পার পেয়ে যান।
অভিযোগ সূত্রে জানা গেছে,অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গত ১৭ মার্চ সহকারী শিক্ষক আসাদ্জ্জুামান মানিক যৌন হয়রানীর চেষ্টা করেন এবং বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে। বাড়ি ফিরে বিষয়টি তার পিতাকে জানালে তিনি ওই দিনই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট মৌখিকভাবে অভিযোগ করেন। কিন্তু প্রধান শিক্ষক মৌখিক অভিযোগ আমলে না নেয়ায় গত ২২মার্চ লিখিতভাবে প্রধান শিক্ষক বরাবর আবেদন করা হয় এবং এর অনুলিপি ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর পাঠানো হয়।
অভিযোগের প্রেক্ষিতে গত রোববার বিদ্যালয় অফিসে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যগণের উপস্থিতিতে প্রধান শিক্ষক সফিকুল ইসলামের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেন এবং তিনি কোন নারী শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে পারবেন না বলে হুঁসিয়ারী করে দেন। এ ব্যাপারে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষক আসাদ্জ্জুামান মানিকের সঙ্গে মুঠোফোনে কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
এছাড়া তার মুঠোফোনে সাংবাদিক পরিচয় দিয়ে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি কোন উত্তর দেন নি। তবে প্রধান শিক্ষক সফিকুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি শিক্ষক শিক্ষক আসাদ্জ্জুামান মানিক কে স্কুলের সার্বিক বিষয় বিবেচনা করে ছুটিতে পাঠানো হয়েছে বলে স্বীকার করলেও আর কোন মন্তব্য করতে পারেন নি।

আরামবাগ দাখিল মাদ্রাসায় ইসলামী ব্যাংকের শিক্ষা উপকরণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর আরামবাগ দাখিল মাদ্রাসায় ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে ইসলামী ব্যাংকের আয়োজনে আজাইপুর আরামবাগ মাদ্রাসায় ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুপারিনটেন্ডেন্ট মাওলানা মো. মনিরুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইবিবিএল এর প্রকল্প কর্মকর্তা মো. আবদুল মতিন, ফিল্ড অফিসার মো. শওকত আলী, সিনিয়র ফিল্ড অফিসার মো. লিয়াকত আলী, ইউনিট অফিসার মো.আব্দুল রহমানসহ অন্যরা। পরে মেধাবীদের শিক্ষা উপহার বিতরণ করেন অতিথিবৃন্দরা।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com