বাংলা৭১নিউজ, ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদের অপসারণ প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার সকালে সাড়ে ৮টায় ক্যাম্পাসের প্রধান গেটে তালা ঝুলিয়ে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, সকাল আটটা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট আটকে রেখে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। পরে সকাল সাড়ে ৮টায় মেইনগেটে তালা ঝুলিয়ে দেন তারা।
জানা যায়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি অনেক শিক্ষকই। এসময় শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের ভুল বুঝাবুঝি বাড়তে থাকলে পকেট গেট খুলে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।মেইন গেট বন্ধ করে শিক্ষক নাসির উদ্দিনের অপসারণ প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এদিকে বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে।তবে, ক্যাম্পাসে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলতে মেইন গেটের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জবি প্রক্টর ড. নুর মোহাম্মাদ বলেন, আন্দোলনকারীদের সাথে আলোচনা করে গেট খুলে দেয়ার চেষ্টা চলছে। পরে ভিসি স্যার আসলে তাদের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া যাবে।ক্লাস-পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ক্লাস তো এখন কম।বেশির ভাগ বিভাগে পরীক্ষা চলছে। পরীক্ষাতো হবেই।
বাংলা৭১নিউজ/জেড এইচ