বাংলা৭১নিউজ,(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত ১০ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলার শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের সুদিয়াখলা এলাকায় মর্ডান পরিবহনের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন আমিনুল ইসলাম (৬০), জনি মিয়া (২০), নাছির উদ্দিন (২০), সুহেল আহমদ (৩০), তাজুল ইসলাম (২৮), বাচ্ছু মিয়া (৩৩) ও নাছির মিয়া (৩৫)।
আহতরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি সুদিয়াখলা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/আইএম